আলোচনাঃ
রুট ইউজার যার অপর নাম সুপার ইউজার।রুট করা থাকলে আপনি আপনার স্মার্টফোনের লুক,পার্ফমেন্স ভেঙ্গে নিজের মত করে গড়তে পারবেন।কিন্তু অনেকেই আছেন যারা জাস্ট ঝোঁকের বসে রুট করে তারপর উলটাপালটা পারমিশন দিয়ে সেটের বারো টা বাজিয়ে ফেলে।তবে যত যাইহোক রুট ছাড়া এন্ড্রয়েড জাভা ফোনের মত এই প্রচলিত ডায়লগ টি বাস্তবিক অর্থেই সত্য!!
তো আজ আপনাদের জন্য খুবই পরিচিত একটি অ্যাপ নিয়ে এসেছি।যেটি ইতিমধ্যেইই সবাই ব্যবহার করেছেন।তবু এই অ্যাপ আবার কেন নিয়ে আসা?? কারণ এটি হচ্ছে SD MAID Tools এর লেটেস্ট প্রিমিয়াম+প্যাচড ভার্সন।চলুন এর বিস্তারিত কিছু ফিচার দেখে নেয়া যাক।
বিশেষ ফিচারসমূহ:
- আপনি যেকোন ফাইল সেটি ফোনের যেখানেই থাকুক না কেন জাস্ট সার্চ দিলেই পেয়ে যাবেন! অ্যাপের সার্চার অপশন ব্যবহার করে।
- সম্পূর্ণ ফাইল ম্যানেজার রুপে ব্যবহার করতে পারবেন।যার ফলে আলাদা কোন ফাইল ম্যানেজার অ্যাপ না হলেও চলবে।
- আপনি যেকোন অ্যাপ নিজের মত করে ম্যানেজ করতে পারবেন।যেমন কোন অ্যাপ ফ্রিজ করে রাখা বা কোন অ্যাপের কাজ বন্ধ করে রাখা,সিস্টেম অ্যাপ রিমুভ করা সব ই করতে পারবেন।
- The System Cleaner ব্যবহার করে আপনি মেমোরি বা ফোন স্ক্যান করে আপনার অপ্রয়োজনীয় ফাইল বের করে ডিলেট করতে পারবেন।
- এছাড়া মেমোরি বুস্ট, ফোন বুস্ট করে ফোন কে করে তুলতে পারবেন আরো স্মুথ ও ফাস্ট।এতে আপনার ফোনের সকল কেচ ফাইল দূর হয়ে যাবে।
- অনেক সময় আমাদের ফোনে একই অ্যাপ বা ভিডিও কয়েকবার করে থাকে,আপনি এই অ্যাপ দ্বারা সেই ডুপ্লিকেট ফাইল গুলো রিমুভ করতে পারবেন।
এক কথায় অসাধারণ সব কার্যকলাপের একটি অ্যাপ হচ্ছে Sd Maid Tool যেটি সকল রুট ইউজারের অবশ্যই সংগ্রহে থাকা উচিত।যেহেতু এটি প্রিমিয়াম+প্যাচড ভার্সন তাই সবাই ই সংগ্রহে রাখতে পারেন।
ডাউনলোড লিংক : এখানে ক্লিক করুন
ডাউনলোড করতে লিংকে গিয়ে একদম নিচেরDOWNLOAD লেখার নিচের টিক তুলে দিয়ে সেখানেই ক্লিক করবেন।পরের পেইজে Click Here To Download এ ক্লিক করবেন।
এটি একটি জিপ ফাইল।জিপ এক্সট্রাক্ট করলেই কাঙ্খিত অ্যাপ পেয়ে যাবেন।জিপ এক্সট্রাক্ট করার প্রসেস জানা না থাকলে এই অ্যাপ টি ডাউনলোড করুন তারপর জিপ ফাইল টি জাস্ট ওপেন করলেই এক্সট্রাক্ট হয়ে যাবে Click Here To Download