Notification texts go here Contact Us Buy Now!

CWM তৈরী করুন যেকোনো MTK (Symphony, Walton, Lava, Okapia, Maximus, Micromax ইত্যাদি) এন্ড্রয়েড ডিভাইসের জন্য সম্পূর্ণ নিজের হাতে খুব সহজেই

আজ দেখাবো, রুটেড MTK ডিভাইসের (Symphony, Walton, Maximus, Lava, Micromax, Okapia ইত্যাদি) জন্য CWM তৈরী করার উপায়। এরকম টিউন আগে কেউ করে থাকলে আমি দুঃখিত।

CWM কী?

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি বুট হওয়ার আগে কয়েকটি নির্দিষ্ট কী এর কম্বিনেশন ব্যবহার করে আপনি রিকভারি মোডে যেতে পারেন। বিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছে। সবচেয়ে পপুলার এবং প্রয়োজনীয় দুটি কাস্টম রিকাভারির নাম হল CWM বা ClockworkMOd Recovery এবং TWRP বা TeamWIn Recovery project.  স্মার্টফোনের রিকভারিতে কাস্টম রম জিপ ফ্ল্যাশ, ফ্যাক্টরি রিসেট, Cache partition ও Dalvik Cache ক্লিয়ার এবং ব্যাকআপ, রি-স্টোর সহ আরও অনেক অপশন থাকে। কাস্টোম রোম ইন্সটল করতে খুব নির্ভরযোগ্য পথ।

[কাজ শুরু করার আগে শিউর হয়ে নিন আপনার ফোনটি রুটেড কিনা। রুট যেকোনো উপায়ে করতে পারলেই হল। ড্রাইভার ইন্সটল জনিত সমস্যা এড়াতে Windows 7 ব্যবহার করুন। কোনো প্রকার ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ী নই। ]
প্রথমে এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিনঃ CWM building tools-ikramul OLI
ফাইলটি এক্সট্রাক্ট করে নিচের ফাইল গুলো পাবেন
প্রথমে আপনার রুটেড ফোনে Busybox Pro 1.8.apk এপটি ইন্সটল করে নিন।
তারপর Busybox ওপেন করে, নিচের চিত্র অনুযায়ী কাজ গুলো করুন
১। Root permission চাইবে। Authorize/Accept/Yes চেপে রুট পারমিশন দিন।
.
.
২। Make backup নামে একটি Popup আসতে পারে। Yes চাপুন
.
৩। বাম পাশে নিচের দিকে Install বাটন চাপুন। এরপর Normal Install সিলেক্ট করুন।
.
৪। লাল দাগ দেয়া অংশের ১০০ পারসেন্ট লোড হতে দিন।
.
৫। 100% Loaded হয়ে গেলে আবার বাম পাশে নিচের দিকে Install বাটন চাপুন।
.
৬। তারপর Smart install বাটন চাপুন।
.
৭। সব কাজ ঠিক মত করতে পারলে নিচের মত দেখাবে।
.
.
এবার আপনার ফোনে Settings এ গিয়ে Developer Options এ যান। উপরের লাল দাগ দেয়া বাটন অন করে দিন।
.
নিচের মত Popup আসবে। Ok চাপুন।
.
এবার USB debugging এ টিক দিন। তারপর নিচের মত Popup আসলে OK চাপুন।
.
এবার ফোন USB Cable দিয়ে পিসিতে কানেক্ট করে নিন।
Adb Driver Installer.exe ফাইলটি Run as administrator এ রান করুন।
তারপর নিচের ছবির মত আপনার ফোনের মডেলের উপর ক্লিক করুন। তারপর "Install" বাটন চাপুন।
(বিঃ দ্রঃ এখানে কোনো নাম না দেখালে, বোঝতে হবে ADB Driver আগেই আপনার পিসিতে ইন্সটল করা হয়েছে।)
ইন্সটল করার সময়  নিচের মত ড্রাইভার ইন্সটল করার পারমিশন চাইবে, "Install this driver software anyway"
.
সফলভাবে ইন্সটল করা হয়ে গেলে নিচের মত আসবে। তারপর Exit বাটন চাপুন।
এবার MtkDroidTools v2.5.3 ফোল্ডারে ঢুকে MTKdroidTools.exe ফাইলটির উপর রাইট ক্লিক করে "Run as administrator" দিয়ে রান করান।
.
এবার আপনার এন্ড্রয়েড ফোনে খেয়াল করুন, USB Debugging জনিত পারমিশন চাইতে পারে। পারমিশন দিয়ে দিন।
সব ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যেই নিচের মত ফোনের ডিটেইলস দেখাবে। ওখানে Root বাটন চাপুন।
.
নিচের মত একটি Popup আসবে। Yes বাটন চাপুন।
.
আবারো আপনার ফোনে খেয়াল করুন। ADB Shell এর জন্য রুট পারমিশন চাইবে। Authorize/Accept/Yes চেপে রুট পারমিশন দিন।
তারপর দেখুন নিচে লাল দাগ দেয়া অংশের রঙ সবুজ হয়ে যাবে।
.
এবার নিচের চিত্রের মত লাল দাগ দেয়া root, backup, recovery Tab এ ক্লিক করুন।
.
এবার  To use boot from phone সিলেক্ট করে Recovery and boot বাটন চাপুন। (চিত্র অনুসারে)
.
নিচের মত To make CWM Recovery automatically? পপআপ আসলে Yes চাপুন।
.
আপনি চাইলে সরাসরি পিসি থেকেই CWM টি ফোনে ইন্সটল করে নিতে পারেন। তাহলে নিচের popup আসলে Yes চাপুন। তবে আমি সকলের সুবিধার্থে দেখাবো কিভাবে CWM image টি পিসি ছাড়াই রুটেড ফোনে ইন্সটল করতে হয়। এবং আপনার পোর্ট/বিল্ড করা CWM টি অন্যদের সাথে শেয়ার করতে চাইলে Mobile uncle tools.apk এপটি ইউজ করে পিসি ছাড়াই CWM ইন্সটল করতে পারবেন। তাই, Install created recovery to phone? পপ আপ আসলে No চাপুন।
.
ব্যাস, হয়ে গেল আপনার পোর্ট করা CWM তৈরী। আপনার বিল্ড করা CWM টি MtkDroidTools v2.5.3 এর ভিতরে Recovery ফোল্ডারে পাবেন। নিচের চিত্রে মত লাল দাগ দেয়া ফাইলটিই আপনার কাংক্ষিত CWM এর ইমেজ ফাইল।
.
এবার দেখুন কিভাবে এটি আপনার ফোনে ইন্সটল করবেন।
১. প্রথমে আপনার তৈরী CWM image টি আপনার ফোনের SD card এ রাখুন (কোনো ফোল্ডারের ভিতরে রাখবেন না। সরাসরি SD Card এ)
২.এখান থেকে Mobile_Uncle_Tools_20140111v2.9.9_ikramuloli.apk ডাউনলোড করে এপটি আপনার ফোনে ইন্সটল করুন।
৩. ইন্সটল করার পর এটি ওপেন করলে নিচের মত রুট পারমিশন চাইবে। রুট পারমিশন দিয়ে দিন।
Snap 3
.
এবার এখান থেকে Recovery update এ যান।
.
Snap 4
.
নিচের চিত্রের মত একটি ফাইল দেখাবে Symphony-H100_140626__recovery_140923-102912.img তে চাপুন।
.
Sanp 5
.
নিচের চিত্রে ন্যায় Reboot into recovery mode আসলে cancel করে দিন।
.
Snap 6
.
আশা করছি, আপনি সফল ভাবে CWM বিল্ড করে ইন্সটল করতে পেরেছেন। আজ এপর্যন্তই।

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.