Notification texts go here Contact Us Buy Now!

নকিয়ার অদ্ভুত যত ফোন

নকিয়া নকিয়ার তৈরি মোবাইল ফোন একসময় প্রযুক্তির জগতে দারুণ জনপ্রিয় ছিল। ফোনের নকশার জন্য নকিয়া ছিল একসময়ের অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান। নকিয়ার আইকনিক সেই পুরোনো ফোনগুলো এখনো অনেকের মন কাড়ে।
নকিয়া ৭৬০০নকিয়া ৭৬০০ 
২০০৩ সালে নকিয়া বাজারে ছাড়ে ৭৬০০ মডেলের ফোনটি। আকার-আকৃতির জন্য ফোনটি সব সময় দুই হাতে ব্যবহার করতে হতো। অশ্রুবিন্দুর মতো দেখতে ফোনটি অদ্ভুত নকশার জন্য পরিচিত হয়ে উঠেছিল।
নকিয়া ৭২৮০নকিয়া ৭২৮০ 
লিপস্টিক ফোন হিসেবে পরিচিতি পেয়েছিল ৭২৮০ মডেলটি। অদ্ভুত গঠনের এই ফোনটি ২০০৫ সালে বাজারে ছাড়ে নকিয়া।
নকিয়া ৩৬৫০নকিয়া ৩৬৫০ 
২০০২ সালে ৩৬৫০ মডেলের ফোনটি বাজারে ছাড়ে নকিয়া। এতে গোলাকার একটি কিপ্যাড যুক্ত করে তারা। সিমবিয়ান সিরিজ ৬০ ওএস ব্যবহৃত হয় এতে।
নকিয়া এন ৯০নকিয়া এন ৯০ 
নকিয়া কিছু মোবাইল ফোন সময়ের আগেই ছেড়েছিল। এর একটি হচ্ছে ২০০৫ সালে বাজারে ছাড়া ফোন ও ভিডিও ক্যামেরার সুবিধাযুক্ত নকিয়া এন ৯০। এতে এলইডি ফ্ল্যাশ যুক্ত ২ মেগাপিক্সেলের কার্ল জেইস ক্যামেরা ছিল।
নকিয়া ৬৮০০নকিয়া ৬৮০০ 
ক্ল্যাসিক কি-প্যাড নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালায় নকিয়া। ৬৮০০ মডেলের ফোনে রেগুলার কি-বোর্ডের সঙ্গে ফ্লিপ প্যাড যুক্ত করে পুরো কোয়ার্টি কিসেট যুক্ত করে নকিয়া।
নকিয়া ৩২৫০নকিয়া ৩২৫০ 
সংগীতপ্রেমীদের কথা মাথায় রেখে ৩২৫০ মডেলের একটি স্মার্টফোন আনে নকিয়া। এর নিচের দিকটা ঘোরানো যেত। এমপি থ্রি নিয়ন্ত্রণ করার সুবিধা ছিল এর মাধ্যমে।
নকিয়া ৭৩৭০নকিয়া ৭৩৭০
স্লাইড ফোনের মতো দেখতে ৭৩৭০ মডেলটিকে ১৬০ ডিগ্রি ঘোরানো সম্ভব ছিল। ফ্যাশন সচেতন ব্যবহারকারীদের জন্য ২০০৫ সালে এটি বাজারে ছাড়ে নকিয়া।
নকিয়া ৭৭০০নকিয়া ৭৭০০   
২০০৩ সালে নকিয়ার তৈরি প্রথম মাল্টিমিডিয়া স্মার্টফোন ৭৭০০ মডেলটি। তবে এটি বাজারে আসেনি। এতে টাচ স্ক্রিন, ক্যামেরা, ব্লুটুথ, এফএম ও ওয়েব ব্রাউজার ছিল।
নকিয়া ৭৭১০নকিয়া ৭৭১০ 
নকিয়ার প্রথম টাচস্ক্রিন ফোন। ২০০৪ সালে বাজারে আসে। এতে ১ মেগাপিক্সেলের ক্যামেরা ছিল যাতে ভিডিও করা যেত। এতে এমপি থ্রি প্লেয়ার এবং ওয়েব ব্রাউজার সুবিধা ছিল।
এন-গেজএন-গেজ
২০০৩ সালে গেম কনসোল ও ফোনের সুবিধাযুক্ত একটি যন্ত্র তৈরির চেষ্টা করে নকিয়া। কিন্তু এটি ব্যবহারবান্ধব হয়নি বলে সমালোচনার মুখে পড়ে।
নকিয়া ৫৫১০নকিয়া ৫৫১০
২০০১ সালে ৫৫১০ মডেলটি বাজারে ছাড়ে নকিয়া। এতে ৪৫টি ‘কি’ ছিল।
নকিয়া ৮৯১০ আইনকিয়া ৮৯১০ আই
ব্যবসায়ীদের জন্য ৮৯১০ আই মডেলের একটি ফোন বাজারে ছাড়ে নকিয়া। টাইটানিয়ামের কেসিংযুক্ত ছিল এতে।
নকিয়া জি ২০১ আই কমিউনিকেটরনকিয়া জি ২০১ আই কমিউনিকেটর
২০০২ সালে উন্মুক্ত করা ফোনটি নকিয়ার কোয়ার্টি কি-বোর্ডের ওপর ফ্লিপ করা দ্বিতীয় ফোন। এটি ছোট ল্যাপটপের মতো কাজ করত। এ ফোন নিয়ে এসএমএস, এমএমএস, ইমেইল, ফ্যাক্স করা যেত।
নকিয়া ৭৬২০নকিয়া ৭৬২০ 
২০০৫ সালে নকিয়া তাদের নতুন ডিজাইন হিসেবে ৭৬২০ ফোনটি উন্মুক্ত করে। এতে পলিফোনিক রিংটোন ডাউনলোড করা যেত। ওজন ছিল ৭৭ গ্রাম।
নকিয়া ২৩০০নকিয়া ২৩০০
শিশুদের জ্যামিতির মডেলের নকশার মতো ফোন হিসেবে ২৩০০ উন্মুক্ত করে। এতে স্নেক ২ গেম, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, ছবি মেসেজ প্রভৃতি সুবিধা ছিল।
নকিয়া ৩২০০নকিয়া ৩২০০
২০০৩ সালে বাজারে আসে নকিয়া ৩২০০ মডেল। বৃত্তাকার কি ও কভার পরিবর্তন করার সুবিধা ছিল ফোনটিতে।

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.