বাংলাদেশীদের হাতে Amazon এর পণ্য সবচেয়ে সহজ পদ্ধতিতে পৌঁছে দিতে বাংলাদেশের দুই তরুণ উদ্যোক্তা ফাহিম মাসউদ আজিজ ও সাকিব হাসান যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে উদ্যোগ নেন যার নাম দেন তারা "BackpackBang", পরবর্তীতে বড় অঙ্কের অনুদান পেয়ে উদ্যোগটাকে সফলতার মুখ দেখান। ২০১৪ এর ফেব্রুয়ারি থেকে শুরু করেন তাদের এই "BackpackBang" যাত্রা।
প্রথম আলো তে ২০১৫ এর মার্চে BackpackBang নিয়ে প্রকাশিত নিউজটি পড়ে আসুন এখান থেকে
কি ভাবে কিনবেন ?
"BackpackBang" এ Sign up মাত্র ২ মিনিট থেকেও কম সময়ের ব্যাপার
১. প্রথমে তাদের ওয়েবসাইট টিতে Sign up করুন (এক্ষেত্রে আপনি আপনার জি-মেইল/ফেসবুক আকাউন্টটি ব্যবহার করতে পারেন)

২.সাইটের Search এ গিয়ে পছন্দ অনুযায়ী পণ্য খুঁজুন
(সার্চ দিলে যে পণ্য গুলো দেখবেন সব ই অ্যামাজন এর প্রোডাক্ট, এমনকি Description এ অ্যামাজনের Link দেওয়া থাকে)
(সার্চ দিলে যে পণ্য গুলো দেখবেন সব ই অ্যামাজন এর প্রোডাক্ট, এমনকি Description এ অ্যামাজনের Link দেওয়া থাকে)

৩."Buy Now” বাটনটিতে ক্লিক করুন

৪.প্রথমবার কেনাকাটায় ভ্যারিফিকেশনের জন্য আপনার মোবাইল নম্বর চাইতে পারে । সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি লিখে Verify ক্লিক করলেই তৎক্ষণাৎ আপনার মোবাইলের ম্যাসেজে (Text) চলে যাবে ৬ সংখ্যার ১টি কোড।

৫. Delivery Method পছন্দ করুন (Home Delivery/Office Delivery)

৬. এবার পালা Payment এর। বিকাশ, ক্রেডিট/ডেবিট কার্ড, পেপাল, ব্যাঙ্ক ডিপোসিট, EFT সার্ভিস থেকে যেকোনো একটির মাধ্যম ব্যবহার করুন। এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

হয়ে গেল কেনাকাটা, এবার Invoice Letter টা Save করে রাখুন। আপনার পণ্যের যাবতীয় তথ্য Notification এ দেখতে পাবেন। পণ্য পৌঁছানো মাত্র আপনাকে Call/Text করে জানানো হবে।
বিঃ দ্রঃ
*কোন পণ্য তৎক্ষণাৎ Payment না করতে চাইলে Cart এ Save হয়ে থাকে যেখান থেকে পরবর্তীতে Payment করে Invoice পাবেন।
*যাবতীয় তথ্যের জন্য টিউমেন্টে জিজ্ঞাস করুন, ইনশাল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করব।
