Google মানে বুঝেন তো? সংখ্যা ১ এর পর কয়টা শূন্য জানি? ওহ মনে পড়ছেনা। ঠিক আছে বলে দেই ১ এর পর গুনে গুনে ১০০টি শুন্য হচ্ছে Google. বর্তমান বিশ্বের সবচেয়ে দামী কোম্পানী এই Google সম্পর্কে জানেনা এমন মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। মুঠোফোনের কল্যানে সবার ব্রেইন যখন Google Search এ মগ্ন Google তখন নিত্য নতুন চমক উপহার দিতে ব্যাস্ত। হ্যাঁ Google এর চমক হচ্ছে তার তাক লাগানো সব প্রোডাক্ট। দুনিয়াকে বদলে দেওয়া এই Google সম্প্রতি তাদের তৈরী সম্পূন্য নতুন দুটি অ্যাপসের পরীক্ষা চালাচ্ছে বাজারে নিয়ে আসার জন্য। Google এর অ্যাপস বুঝতেই তো পারছেন। চলুন বাজারে আসার আগেই জেনে নেই Google এর এই নতুন দুটি অ্যাপস সম্পর্কে।
Google Duo
Google Duo হচ্ছে একটি ভিডিও কলিং অ্যাপস। আপনজনদের সাথে উন্নত মানের ভিডিও কলের সুবিধা পাওয়া যাবে এটি ব্যবহার করে। একদম সিম্পল ইন্টারফেস নিয়ে বাজারে আসার প্রতিক্ষা গুনছে Google Duo.

New Apps of Google
Google Allo
এটি একটি মেসেজিং অ্যাপস। হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং মেসেঞ্জারকে পাল্লা দিতে Google এর এই আয়োজন। চমক হিসাবে থাকছে Google Assistant, Smart Reply এবং টেক্সট ছোট বড় করে Send করার মতো ফিচারগুলো।

New Apps of Google
তো অপেক্ষায় থাকুন এবং প্লে স্টোরের দিকে নজর রাখুন। ভাল থাকুন আর যুক্ত থাকুন Google এর সাথে। এক Google ভালবাসা রইলো আপনার প্রতি।