Notification texts go here Contact Us Buy Now!

Terminal Emulator কি এবং তার কমান্ড গুলো

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । "Terminal Emulator" এর কিছু প্রয়োজনীয়
Code/Command  নিয়ে আজ  কথা বলব । যারা Linux বিষয়ে আগ্রহী তাদের জন্য ।
আপনার ফোনে  supersu apk এবং busybox apk install থাকতে হবে ।
নিজ দায়িত্বে চর্চা করুন । আপনার ফোনের কোন রকম ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না ।
* প্রথমে এখান থেকে  Terminal Emulator apk download করে ইন্সটল দিন । su permission দিন ।
* এখন থেকে যখনই Terminal Emulator ব্যবহার করবেন তখনই command line এ টাইপ করবেন
su এবং এরপর enter চাপুন ।
Code:
su

 ১। আপনি date বা time দেখতে চাইলে নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন
Code:
date

২। আপনি ক্যালেন্ডার দেখতে চাইলে নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন
Code:
cal

৩। কোন ip কে পিং করতে চাইলে নিচের মত কোড টাইপ করুন , এরপর enter চাপুন
Code:
ping www.google.com
Code:
ping 10.128.1.2

৪। ফোন বন্ধ করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন
Code:
poweroff

৫। ফোন restart করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter চাপুন
Code:
reboot

৬। Recovery mode এ ফোন on করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter  চাপুন
Code:
reboot recovery

৭। Downloading mode এ ফোন on করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter  চাপুন
Code:
reboot download

৮। Sd কার্ডে app install দেওয়ার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter  চাপুন । 
Code:
pm set-install-location 2

৯। system এ r/w mount করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter  চাপুন । 
Code:
mount -o rw,remount -t /system
অথবা
Code:
mount -o rw,remount -t ext3 /dev/block/mmcblk1p21 /system

১০।system unmount করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter  চাপুন । 
Code:
mount -o ro,remount -t /system
অথবা
Code:
mount -o ro,remount -t ext3 /dev/block/mmcblk1p21 /system

১১। SD card থেকে system এ ফাইল move করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter  চাপুন । 
প্রথমে এই Code:
mount -o rw,remount -t /system
 এরপর নিচের কোড
Code:
busybox cp /sdcard/ /system/

 আপনি sd কার্ডের কোন ফোল্ডার থেকে system এর কোন ফোল্ডার এ move করবেন ।
 
১২। ফাইল remove করার জন্য নিচের কোড টাইপ করুন , এরপর enter  চাপুন । 
প্রথমে এই Code:
mount -o rw,remount -t /system
 এরপর নিচের কোড 
Code:
rm /
ধরুন , আপনি Orbot.apk remove করবেন , এটি system এ app ফোল্ডারে আছে , তাহলে 
command হবে নিচের মত -
rm /system/app/Orbot.apk

১৩। ধরুন ,আপনি ১ টি নতুন ফোল্ডার তৈরি করবেন যার নাম Techtunes , তাহলে নিচের মত
কোড টাইপ করুন , এরপর enter  চাপুন ।  
mkdir /sdcard/Rakib

১৪।ধরুন ,আপনি ঐ ফোল্ডার remove করবেন , তাহলে নিচের মত কোড টাইপ করুন ,
এরপর enter  চাপুন । 

rm /sdcard/Rakib

১৫। build.prop সম্পর্কে জানতে চাইলে তাহলে নিচের মত কোড টাইপ করুন ,  
এরপর enter  চাপুন । 
Code:
getprop


 

পরবর্তীতে এ বিষয়ে আরও লিখব এই প্রত্যাশায় শেষ করলাম ।
আরো কমান্ড রয়েছে এগুলো শাগ্রই সেয়ার করা হবে । তাই চোখ রাখুন আমার ব্লগে

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.